Skip to main content

Featured

IP Address কি এবং কিভাবে IP Address বের করবেন?

আসসালামু আলাইকুম। সবাইকে শুভচ্ছা। আজ আমি আপনাদের সাথে IP Address নিয়ে আলোচনা করব। অনেকেই হয়ত জানেন তবে যারা জানেন না তাদের জন্য আজকের এই পোস্টটি। IP Address কি? IP মানে হচ্ছে Internet protocol । আইপি হচ্ছে কতগুলো সংখ্যা যা প্রায় প্রতিটি নেটওয়ার্কিং এর সাথে সম্পর্কযুক্ত ইলেক্ট্রনিক ডিভাইসের সাথে সংযুক্ত থাকে। যেমনঃ পিসি,মডেম,প্রিন্টার ইত্যাদি। এর ফলে সহজে যে কোন ডিভাইসের লোকেশন

SEO কেন গুরুত্বপূর্ণ?

অনলাইনের একটি অনেক বড় অংশ জুড়ে রয়েছে এসইও। বিশেষ করে ফ্রিল্যান্সিং সেক্টরে এসইও এর নাম অত্যন্ত কমন।কিন্ত কেন এর এত চাহিদা? ভেবেছেন কখনো?

Importance of search engine

তাহলে চলুন জানি,এসইও এর গুরুত্বঃ
বিভিন্ন জরিপে দেখা যায় অনলাইন ব্যবহারকারীদের মধ্যে ৬৭% কোনও তথ্য বা সেবা খোঁজার জন্য বিভিন্ন সার্চিঞ্জিনের সহায়তা নেয়,আর বাকি ২৩% বিভিন্ন স্যোসাল মিডিয়ার যেমনঃ ফেসবুক,টুইটার,পিন্টারেস্ট,টাম্বলার ইত্যাদির সাহায্য নিয়ে থাকে।

এসইও এর মাধ্যমে প্রাপ্ত কিছু সুবিধাবলি নিম্নরূপঃ
  • ১. এর মাধ্যমে একদম টারগেট করা ভিসিটর পাওয়া যায়।
  • ২. আজকের ভিসিটরই হবে আপনার ক্রেতা।
  • ৩. দিন দিন পণ্যের অনলাইন প্রচার বাড়বে।
  • ৪.বিক্রি বাড়বে।
  • ৫. অনলাইন এবং ক্রেতাদের মনে একটি ভালো ইমেজ তৈরী হবে যা আপনাকে র্দীঘ সময় আপনাকে ব্যবসা করতে সাহায্য করবে।                               courtesy:techtunes 
 seo সম্পক্রে আরও জানতে ভিজিট করুন টেকটিউনএ
 

Comments