Skip to main content

Featured

IP Address কি এবং কিভাবে IP Address বের করবেন?

আসসালামু আলাইকুম। সবাইকে শুভচ্ছা। আজ আমি আপনাদের সাথে IP Address নিয়ে আলোচনা করব। অনেকেই হয়ত জানেন তবে যারা জানেন না তাদের জন্য আজকের এই পোস্টটি। IP Address কি? IP মানে হচ্ছে Internet protocol । আইপি হচ্ছে কতগুলো সংখ্যা যা প্রায় প্রতিটি নেটওয়ার্কিং এর সাথে সম্পর্কযুক্ত ইলেক্ট্রনিক ডিভাইসের সাথে সংযুক্ত থাকে। যেমনঃ পিসি,মডেম,প্রিন্টার ইত্যাদি। এর ফলে সহজে যে কোন ডিভাইসের লোকেশন

এসইও ও সার্চইঞ্জিন কি?

এসইও কি?

গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে আপনার ওয়েবসাইট/ব্লগ এর যে লেনদেন সেটাই এক কথায় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

search engine optimization

সার্চ ইঞ্জিন কি?

সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের অনলাইন মেশিন যেটি আপনাকে বিভিন্ন তথ্য মুহূর্তের মধ্যে পুরো ইন্টারনেট ঘেটে বের করে দিতে সক্ষম।এটি হয়ে থাকে এক সেকেন্ডেরও কয়েকশ গুন কম সময়ের মধ্যে।
কয়েকটি সুপরিচিত সার্চ ইঞ্জিন সমূহঃ
  • ১.গুগল.কম-www.google.com
  • .ইয়াহু.কম-www.yahoo.com
  • ৩.বিং.কম-www.bing.com
  • ৪.আস্ক.কম-www.ask.com
এছাড়াও পুরো বিশ্বে আরো জানা অজানা কয়েক হাজার সার্চ ইঞ্জিন রয়েছে।
এদের মধ্যে মোস্ট পাওয়ারফুল এবং সর্বাধিক ব্যবহ্রত সার্চ ইঞ্জিন হচ্ছে –গুগল.কম
লেখা থেকে যদি ঠিক মতো বুজতে না পারেন তাহলে আমার ভিডিও টিউটোরিয়াল টি দেখতে পারেন:
https://youtu.be/n_VXy4WyBX8

SOurce:collected

Comments

Popular Posts